Skip to main content
আমাদের দাবিসমুহঃ 
১। প্রতি হাতে কাজ চাই, প্রতি পাতে ভাত চাই।
২। পাঁচ রকম নয় একরকম রেশন কার্ডে মাথাপিছু ১৪ কেজি শস্য, ১ কেজি ৫০০ গ্রাম ডাল, ৮০০ মিলি ভোজ্য তেল, ১ লিটার কেরোসিন তেল দিতে হবে। আটার পরিবর্তে গম দিতে হবে।
৩। আইন মেনে ২০১৩ থেকে বকেয়া সহ প্রত্যেক গর্ভবতী ও প্রসূতি মায়েদের ৬০০০ টাকা করে মাতৃত্বকালীন ভাতা দিতে হবে।
৪। ১০০ দিনের কাজের আইন মেনে আবেদন করার সাথে সাথে কাজ দিতে হবে। 
৫। দুর্নীতিমুক্ত গনবন্টন ব্যবস্থা চালু করতে রেশন দোকানে ক্যাশ মেমো দিতে হবে। দোকান ভিত্তিক নজরদারি কমিটি ও রাজ্য খাদ্য কমিশন গঠন করতে হবে।
৬। চা বাগানে সরকারি রেশন ছাড়াও বেতনের অংশ হিসাবে মালিকদের থেকে প্রাপ্য রেশন দিতে হবে। সমস্ত বকেয়া রেশন মিটিয়ে দিতে হবে।
৭। মাথাপিছু বছরে ২৪০ দিন করে কাজ এবং কেন্দ্রীয় কমিশনের সুপারিশ অনুযায়ী দইনিক ৬০০ টাকা করে মজুরি দিতে হবে।
৮। অসংগঠিত ক্ষেত্রের সমস্ত ৫০ বছরের ঊর্ধ্বে শ্রমিকদের মাসে নুন্যতম ৯ হাজার টাকা করে পেনশন দিতে হবে।
৯। সমস্ত গৃহবধূকে অসংগঠিত শ্রমিকের মর্যাদা ও সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে।
১০। সমস্ত রকম দুর্নীতি বন্ধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
১১। ' লাভ জিহাদ' সহ সমস্ত ধর্মীয় উন্মাদনা বন্ধ করে সকলের জন্য খাদ্য ও পানীয় জলের অধিকার সুনিশ্চিত করতে হবে।

Comments

Popular posts from this blog

After 50 days of the “demonetisation” diktat aptly described as a “despotic action”, here is a special year-end update

1. Announcements                                                                                                   RTF Campaign Statement: The Right to Food Campaign has issued a statement to denounce “demonetisation” as a reckless attempt by the government to undermine the right to food and life ( English | Hindi ). The statement condemns the more than 100 demonetisation-related deaths and inevitable economic recession that has hit millions of vulnerable families. The campaign statement demands compensation fo...

আইন ও বাস্তব